চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২২-২৩ অর্থবছরে আউটসোর্সিং জনবল সরবরাহের টেন্ডারে অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে ১৭-১১-২০২২ তারিখ বেলা ১১.৩০ মিনিটে কমিশনের সভাকক্ষে অনুসন্ধানমূলক সভা করা হয়। কমিশনের চেয়ারপার্সন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সম্মানিত সদস্যবৃন্দ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব জনাব আনজুমান আরা এবং সিপিটিইউ’র উপপরিচালক উপস্থিত ছিলেন।