Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০২৩

বাজার সমীক্ষা (বিষয়: ক্লোপিডোগ্রেল , রসুভাস্টাটিন ও বিসোপ্রোলল ওষুধ) বিষয়ে ভ্যালিডেশন সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2023-06-01

সংক্রামক রোগসমূহের মধ্যে হৃদরোগ ও এর প্রতিকার বিষয়ে সাম্প্রতিক সময়ে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে । এ প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক হৃদরোগের ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত ক্লোপিডোগ্রেল, রসুভাস্টাটিন ও বিসোপ্রোলল নামক ওষুধ এর বিষয়ে সমীক্ষা কাজ সম্পাদন করার জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করে এবং কাজের জন্য ৪ সদস্য বিশিষ্ট সমীক্ষা দল গঠন করে । উক্ত সমীক্ষা দল আলোচ্য ০৩ টি ওষুধের বাজারের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে খসড়া প্রতিবেদন কমিশনে দাখিল করে । কমিশন কর্তৃক এ বিষয়ে গত ০১-০৬-২০২৩ তারিখ একটি ভ্যালিডেশন সেমিনার আয়োজন করা হয় । সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপন করেন তায়েব-উর-রহমান আশিক, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ।

সেমিনারে সভাপতিত্ব করেন জনাব সালমা আখতার জাহান, সদস্য, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন । প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চেয়ারপার্সন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন । এছাড়া কমিশনের সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান ও জনাব মোঃ হাফিজুর রহমান সেমিনারে উপস্থিত ছিলেন । সেমিনারের মতামতের ভিত্তিতে খসড়া প্রতিবেদনটি সংশোধন ও পরিমার্জন করা হয়।