Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০২৩

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আয়োজিত ইন-হাউজ প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2022-12-21

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, অগ্নিকান্ড সফলভাবে নির্বাপণ, দুর্ঘটনাকালে উদ্ধার তৎপরতা, ইভাকুয়েশন, ফায়ার এক্সটিংগুইসার কার্যকরভাবে ব্যবহারকরণ ইত্যাদি বিষয়ে ২১.১২.২০২২ তারিখে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার জনাব ফয়েজ আহম্মেদ এবং মোঃ জাকারিয়া খান। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন, ০৩ জন সদস্যসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কমিশন অফিসে স্থাপিত ২০ টি ফায়ার এক্সটিংগুইসারের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরীক্ষান্তে এগুলো সঠিক পাওয়া যায়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অগ্নিকান্ড নির্বাপণকালে ফায়ার এক্সটিংগুইসারের সঠিক ব্যবহার বিষয়ে হাতে কলমে কর্মকর্তা/কর্মচারীদেরকে শিখিয়ে দেয়া হয়।