Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক স্বপ্রণোদিত মামলা নং- ০৪/২০২০ এর আদেশ


প্রকাশন তারিখ : 2021-02-10

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক স্বপ্রণোদিত মামলা নং- ০৪/২০২০ এর আদেশ

 

প্রতিপক্ষ: রাজধানী আইডিয়াল স্কুল, ৩৮৯/এ, ডি.আই.টি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা

 

আদেশের তারিখ   :           ১০-০২-২০২১ খ্রিঃ

 

আদেশ

রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ -   

(১) শিক্ষার্থীদের স্কুল পোশাকের জন্য প্রয়োজনে একটি Dress Code এবং Uniform Specification নির্ধারণ করিতে পারিবে;

(২) স্কুল ড্রেসের কাপড়, রং, ডিজাইন এবং মনোগ্রাম অভিন্ন রাখিবার ‍উদ্দেশ্যে অভিভাবকবৃন্দকে অবহিত করিয়া মনোনীত পোশাকের একটি নমুনা নির্বাচিত দর্জির/প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করিবে;

(৩) একক উৎস বা একটি নির্দিষ্ট দোকান হইতে পোশাক ক্রয়ের বাধ্যবাধকতা পরিহার করিবার উদ্দেশ্যে ন্যূনতম ৩ (তিন) টি দর্জির দোকান নির্বাচনপূর্বক (এলাকা ভিত্তিক) প্রতিযোগিতামূলক সুষ্ঠু বাজার সৃষ্টির লক্ষ্যে যুগপৎভাবে ড্রেস তৈরী এবং সংগ্রহের কাজ সম্পাদন করিবে;

(৪) দর্জির দোকান নির্বাচনের জন্য বহুল প্রচারিত ২ (দুই) টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্দিষ্টকৃত তারিখের মধ্যে বাছাই কার্যক্রম সম্পন্ন করিবে; এবং

(৫) স্কুলের যাবতীয় সামগ্রী, পণ্য, সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিধানাবলী অক্ষুন্ন রাখিবার এবং দেশে ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড পরিহার করিবার ক্ষেত্রে শ্রদ্ধাশীল থাকিবে।

 

রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ উহার উপর প্রদত্ত আদেশ ২ অনুসারে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কিত একটি প্রতিবেদন আগামী ৩০ মার্চ, ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নিকট প্রেরণ করিবে।