Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০২৩

আঙ্কটাড কর্তৃক আয়োজিত “First Substantive meeting of Working Group on Cross-Border Cartels 2023” ভার্চুয়াল সভায় অংশগ্রহণ


প্রকাশন তারিখ : 2023-03-01

আঙ্কটাড কর্তৃক আয়োজিত “First Substantive meeting of Working Group on Cross-Border Cartels  2023” শীর্ষক ভার্চুয়াল সভা গতকাল ২৮.০২.২০২৩ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পক্ষ থেকে চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং তিন জন কর্মকর্তা যুক্ত ছিলেন। উক্ত সভায় অষ্ট্রিয়া এবং দক্ষিণ আফ্রিকায়  ০২ টি কেস স্টাডির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ প্রতিবেদন উপস্থাপন করেন । Working Group গুলোকে আগামী ০৫ – ০৭ জুলাই ২০২৩ এ অনুষ্ঠিতব্য ২১ তম Intergovernmental Group of Experts (IGE) on Competition Law and Policy and on Consumer Protection Law and Policy এ রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।