"ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব মতিউর রহমান শামীম প্রমুখ।
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।