Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০১৯

“চালের বাজার গবেষণা” শীর্ষক ভ্যালিডেশন সেমিনার


প্রকাশন তারিখ : 2019-06-27

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ‘চালের বাজার গবেষণা’ শীর্ষক ভ্যালিডেশন সেমিনার ২৭ জুন ২০১৯ তারিখে ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেনস্থ কমিশনের সভাকক্ষে আয়োজন করে। সাম্প্রতিককালে ধানের বাজারের মূল্য পতন এবং কৃষকদের অসহায়ত্ব প্রকাশিত হওয়ায় কমিশন এ গবেষণার উদ্যোগ গ্রহণ করে। এ গবেষণার উদ্দেশ্য হলো কৃষক থেকে ভোক্তা পর্যায়ে চালের বাজারে ভ্যালু চেইনে প্রতিযোগিতা বিরোধী কোন প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজস অথবা সরবরাহ ব্যবস্থায় কোন প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড আছে কিনা তা সনাক্তকরণ। এতে ভবিষ্যতে চালের বাজার স্থিতিশীল থাকবে, ভোক্তারা যৌক্তিক মূল্যে চাল পাবে এবং কৃষকরা তার উৎপাদনের ন্যায্যমূল্য পাবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় এ গবেষণার উদ্যোগ গ্রহণ করে এবং এ গবেষণায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর সাহায্য গ্রহণ করে।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিআইডিএস এর সিনিয়র রিসার্ট ফেলো ড. নাজনীন আহমেদ ও রিসার্চ ফেলো ড. মোঃ মইনুল হক।

 

কমিশনের অনুরোধে উক্ত সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও MFSP প্রকল্পের পরিচালক জনাব মোঃ গাজীউর রহমান, উক্ত প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান (যুগ্ম সচিব)। সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারপার্সন জনাব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, এনডিসি। কমিশনের সম্মানিত সদস্য জনাব মোঃ আবুল হোসেন মিঞা এবং অপর সম্মানিত সদস্য জনাব মোঃ আব্দুর রউফসহ কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেমিনারে তাঁদের মতামত ব্যক্ত করেন যাতে চালের বাজারে কোন যোগসাজস অথবা প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড থাকলে ভবিষ্যতে কমিশন ও সরকার এ প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে।

 

সময়োপযোগী এ গবেষণায় একটি ভাল প্রতিবেদন বেরিয়ে আসবে বলে কমিশন আশাবাদ ব্যক্ত করে।