অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২২ রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত “Meeting on Voluntary Peer Review on the Competition Act, 2012” বিষয়ে সভা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম ও কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এর পরিচালক জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং এসএমই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।
সভায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর Voluntary Peer Review এর উপর আলোচনা করা হয়। প্রতিযোগিতা আইন, ২০১২ এর সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও তা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন কমিশনের চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলাম ।
উক্ত সভায় প্র্রতিযোগিতা আইন, ২০১২ কে সংশোধন বা পরিমার্জন করে যুগোপযোগী করার লক্ষ্যে সার্বিক আলোচনা করা হয়।