গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ জনাব সালমা আখতার জাহান বিনোদপুর বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাজারের পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের মূল্য, সরবরাহ, বাজারের পরিবেশ প্রতিযোগিতাপূর্ণ রয়েছে কিনা তা লক্ষ্য করেন। উক্ত বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও তিনি জানান। এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব জুয়েল আহমদ এবং বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ জনাব সালমা আখতার জাহান “সাহেব বাজার পরিদর্শন করেন। আরডিএ মার্কেটে কিছুদিন আগে যে আগুন ধরার বিষয়টি ডিজিটাল মিডিয়া ও পত্র-পত্রিকায় এসেছে তা (যে দোকানে আগুনের সূত্রপাত ঘটে) পরিদর্শন করেন এবং জানতে পারেন যে দোকান ঘরের বৈদ্যুতিক তারে আগুন ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং কিছুক্ষনের মধ্যে তা নিয়ন্ত্রনে চলে আসে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব জুয়েল আহমদ, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ শফিকুর রহমান।
১৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাজশাহী জেলা প্রসাশকের কার্যালয়ে পূর্ব নির্ধারিত মন্ত্রী মহোদয়ের কার্যক্রম থাকার কারণে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সাথে মতবিনিময় সভা“ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। জনাব মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালমা আখতার জাহান, সদস্য, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিভিন্ন ধারা ও প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব, ক্ষমতা এবং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করেন। তিনি বাজার পরিদর্শন করে বাজারে স্থিতিশীল পরিবেশ লক্ষ্য করেন। আসছে রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য জোর আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ কামরুজ্জামান, মোঃ আশিকুর রহমান তুহিন, মোঃ মামুনার রশীদ, মোঃ মতিউল হকসহ চেম্বার সচিবালয়ের সচিব জনাব মোঃ মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন আরও উপস্থিত ছিলেন কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব জুয়েল আহমদ, মোঃ কাউসার আহেমেদ, সবুজ কৃষি, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ শফিকুর রহমান, উম্মে হামিদা শিখা, আয়াত ব্লক ও বুটিক, মায়া, মালঞ্চ, সোনিয়া খাতুন, হেঁসেল রেস্টুরেন্ট প্রমুখ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।