০৬ অক্টোবর ২০২৩ পোল্ট্রি খাতের অস্তিতিশীল অবস্থা সম্পর্কে গাজীপুর সদর ও পার্শ্ববর্তী উপজেলার পোল্ট্রি খাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডার /ব্যবসায়ি গণের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান । তিনি প্রতিযোগিতা আইন,২০১২ ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যাপারে সম্যক ধারনা প্রদান করে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মোরাদ আলী, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রাফে মোহাম্মদ ছড়া, গাজীপুর কৃষি বিপনন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা জনাব মুহাম্মদ আবদুছ ছালাম , গাজীপুর জেলার সহকারী কমিশনার ও নিবাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস, জনাব ফারজানা আক্তার লাবনী , ইশতিয়াক মজনুন ইশতি, তামান্না রহমান জ্যোতি । এছাড়া জয়দেবপুর বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মোঃ মনির হোসেন সরকার, বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: সোহরাব হোসেন, জয়দেবপুর বাজারের দেশী মুরগীর আড়ৎদার মোঃ আলী, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর পরিচালক ও বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহজাহান মন্ডল, বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সহ-সভাপতি আহামদ আলী রশিদ, পোল্ট্রি ব্যাবসায়ী জনাব মিরাজ আহমেদ, জনাব রাকিব ও জনাব মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন । উপস্থিত সরকারি কর্মকর্তাগণ, ব্যবসায়ী ও ব্যবসায়িক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন ।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান বর্তমানে পোল্ট্রি, ডিম ও ফিডের বাজার যাতে স্বাভাবিক ও স্থিতিশীল থাকে, প্রতিযোগিতা বিরোধী কোন কর্মকান্ড না ঘটে, ব্যবসায়ীগণ যাতে উৎপাদিত পণ্য অবাধে বিপণন করতে পারেন এবং ভোক্তা সাধারণ যেন সহনশীল মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন সে ব্যপারে উপস্থিত সকলের প্রতি আহবান জানান ।
অত:পর উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন ।