Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০২৩

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল কর্তৃক ০৬-০৪-২০২৩ তারিখে ঢাকা মহানগরীর হজরত শাহ আলী বোগদাদীয়া (রহ:) বেষ্টনী প্রকল্প মার্কেট,হযরত শাহ আলী সুপার মার্কেট পরিদর্শন প্রতিবেদন


প্রকাশন তারিখ : 2023-04-06

প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ ০৬-০৪-২০২৩ তারিখ সকাল ১০ টায় কমিশন কর্তৃক গঠিত বাজার মনিটরিং সেল ঢাকা মহানগরীর হজরত শাহ আলী বোগদাদীয়া (রহ:) বেষ্টনী প্রকল্প মার্কেট,হযরত শাহ আলী সুপার মার্কেট পরিদর্শন করে । ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু  প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য যেকোনো প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডের তথ্য কমিশনকে অবহিত করার জন্য বাজারে উপস্থিত পাইকারী ও খুচরা ব্যবসায়ী, ক্রেতা, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে ।  এতদসংক্রান্ত নির্ধারিত অভিযোগ দায়ের ফরম এবং কমিশনের অন্যান্য প্রচারপত্র সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিলি করা হয়। মনিটরিং সেল এর সদস্যগণ উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে জানান যে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।