Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০২৩

নেত্রকোনা জেলাাধীন আটপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতা আইন, ২০১২ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন ।


প্রকাশন তারিখ : 2023-03-30

প্রতিযোগিতা আইন, ২০১২ এবং এর আওতায় গঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন এবং আটপাড়া উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ৩০/০৩/২০২৩ তারিখ বেলা ১১.০০ মিনিটে আটপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা কমিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন । উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ খায়রুল ইসলাম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যেমন: উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার , উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন । এছাড়াও আটপাড়া উপজেলার ০৭ টি ইউনিয়নের ০৭ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আটপাড়া উপজেলাধীন ব্রজের বাজার ও তেলিগাতি বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কমিশনের চেয়ারপার্সন পবিত্র রমজান মাসে কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন  এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন মতবিনিময় সভাটি আয়োজনের বিষয়ে সর্বতোভাবে সহায়তা প্রদানের জন্য । বক্তব্য উপস্থাপনকালে চেয়ারপার্সন মহোদয় প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিভিন্ন ধারার বিধান এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের গঠন ও কার্যাবলি সম্পর্কে উপস্থিত সকলকে সংক্ষেপে অবহিত করেন । এ সময়ে কমিশনের পক্ষ থেকে সকলের মাঝে প্রতিযোগিতা আইন, ২০১২ এর কপি, প্রতিযোগিতা আইনের আওতায় অভিযোগ দায়েরের ফরম, সচেতনতা মূলক লিফলেট ইত্যাদি বিতরণ করা হয় । চেয়াপার্সনের বক্তব্যের পর প্রতিযোগিতা আইন বিষয়ে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত সদস্যগণ জানান যে, প্রতিযোগিতা আইন,  ২০১২ এবং প্রতিযোগিতা কমিশন সম্পর্কে তাদের স্পষ্ট কোন ধারণা ছিল না । বিষয়গুলো তারা জেনেছেন এবং এ সম্পর্কে তারাও প্রচার করবেন বলে সভাকে অবহিত করেন । পারস্পারিক ধন্যবাদ জানানোর মাধ্যমে মতবিনিময় সভা শেষ করার পর চেয়ারপার্সন মহোদয় আটপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বাজার ব্রজের বাজার এবং তেলেগাতী বাজার পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ীগণের সাথে খোলামেলা আলোচনা করেন । উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনকালে চেয়ারপার্সন মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ।