বাংলাদেশের ইলেকট্রিক ক্যাবল শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আবির্ভূত হয়েছে, যা দেশের দ্রুত নগরায়ন, শিল্পায়ন এবং বিদ্যুৎ খাতে সরকারি উদ্যোগের দ্বারা চালিত হচ্ছে। নির্ভরযোগ্য এবং দক্ষ বৈদ্যুতিক শক্তি সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ শিল্পটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুতের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার সাথে, ইলেকট্রিক ক্যাবল শিল্প উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে গুরুত্বপূর্ণ এই পণ্যের (ইলেকট্রিক ক্যাবল) বাজার সমীক্ষা কার্য সম্পাদনের জন্য বাংলাদেশে প্রতিযোগিতা কমিশন উদ্যোগ গ্রহণ করে এবং এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট সমীক্ষা দল গঠন করা হয় । উক্ত সমীক্ষা দল সংশ্লিষ্ট ট্রেডের প্রাইমারি ও সেকেন্ডারি ডাটা সংগ্রহের মাধ্যমে কমিশনে প্রতিবেদন দাখিল করে । উক্ত প্রতিবেদন যাচাই, বাছাই ও বিশ্লেষণের লক্ষ্যে আজ ১৫. ০৬. ২০২৩ তারিখে কমিশনের সভা কক্ষে এক ভ্যালিডেশন সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চেয়ারপার্সন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন । প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ আব্দুস সাত্তার, মহাপরিচালক (গ্রেড-১), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। এছাড়া কমিশনের সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন । সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রতিবেদন উপস্থাপন করেন জনাব সারাওয়াত মেহজাবীন , উপপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ।
প্রধান অতিথি, কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত থেকে উপস্থাপিত প্রতিবেদনের ওপর তাঁদের মূল্যবান মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন ।