Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০২৪

প্রতিযোগিতা আইন,২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর কার্যাবলী’’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-05-20

প্রতিযোগিতা আইন,২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর কার্যাবলী’’ বিষয়ে ২০/০৫/২০২৪ তারিখ বেলা ১.৩০ মিনিটে কমিশনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।  উক্ত মতবিনিময় সভায় কমিশনের চেয়ারপার্সন, সদস্য মন্ডলী ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ‍উপস্থিত ছিলেন ।  বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

কমিশনের চেয়ারপার্সনের স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয় । উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে পরিচিত হন । অত:পর একটি অডিও ক্লিপ এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলির ওপর সভায় আলোকপাত করা হয় । কমিশনের সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান এবং সালমা আখতার জাহান সভায় সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন । প্রধান অতিথির বক্তব্যে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী প্রতিযোগিতা আইন, ২০১২ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে বাজারে প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং বাণিজ্যের স্বাধীনতাকে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন । এ ছাড়া, প্রতিযোগিতা বিরোধী কোন চুক্তি বা কর্মকান্ড বিষয়ে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন ।