ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। সকাল ১১.০০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান । বেলা ০২.০০ টায় কমিশন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ২.৩০ মিনিটে কমিশনের সভা কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কমিশনের সচিব জনাব মোঃ আবু মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান। এ ছাড়া কমিশনের সহকারী পরিচালক জনাব নূর উদ্দিন যোবায়ের আলোচনা অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশের উন্নয়নের স্বার্থে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।