২৩/০২/২০২৩ তারিখ রোজ বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আউটসোর্সিং কর্মচারীদের ‘ডাক উপস্থাপন, পেন্ডিং লিস্ট ব্যবস্থাপনা, যাতায়াত ভাতা’ এর ওপর অর্ধ-দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে প্রতিযোগিতা কমিশনের সকল পর্যায়ের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কমিশনের হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে ‘ডাক উপস্থাপন, পেন্ডিং লিস্ট ব্যবস্থাপনা, যাতায়াত ভাতা’ বিষয়ের উপর আলোচনা করে স্ব স্ব দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহবান জানান । এ সময় তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা কর্মক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। উক্ত ইন-হাউজ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ উপকৃত হবে বলে তিনি মনে করেন ।