বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ২৩-২৪ মার্চ ২০২৩ তারিখে ম্যানিলা এডিবি হেডকোয়াটার্সে অনুষ্ঠিত এডিবি-এডিবিআই ওয়ার্কশপে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক জনাব র.হ.ম. আলাওল কবির উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করে বিভিন্ন টপিকের ওপর মতামত ব্যক্ত করেন । উক্ত বিষয়ে এডিবি কর্তৃক প্রদত্ত Certificate of Appreciation এবং Certificate of Attendance সকলের সদয় অবগতির জন্য প্রকাশ করা হল ।