বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান গত ২৪.০৬.২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে চট্টগ্রামস্থ খাতুনগঞ্জ বাজার পরিদর্শন করেন। খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার। পরিদর্শনকালে তারা বিভিন্ন ব্যবসায়ী কর্তৃক ডি.ও বেচাকেনার বিষয়টি লক্ষ্য করেন । পাইকারী ব্যবসায়ীবৃন্দ জানান, তারা পণ্য বিক্রির ক্ষেত্রে আমদানীকারকদের নিকট হতে একটি নির্ধারিত হারে কমিশন পেয়ে থাকেন । বাজার পরিদর্শনের পর প্রতিযোগিতা কমিশনের উক্ত কর্মকর্তাগণ খাতুনগঞ্জ ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ভোগ্যপণ্যের মার্কেটিং প্রসেস, সাপ্লাই চেইন, একাধিক পর্যায়ে ডি.ও ট্রান্সফার হওয়া ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করেন । কমিশনের কর্মকর্তাবৃন্দ ঐ দিন বিকেল ৩টায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের অফিস ভিজিট করেন এবং চেম্বারের নেতৃবৃন্দের সাথে প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তা এবং এ বিষয়ে ব্যবসায়িদের করণীয় বিষয়ে মতবিনিময় করেন।