Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০২৩

তদন্ত ও অনুসন্ধান এবং সমীক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সভা আয়োজন


প্রকাশন তারিখ : 2023-01-19

প্রতিযোগিতা আইন,২০১২ এর আলোকে বিভিন্ন বিষয়ে কমিশন কর্তৃক তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া, গত অর্থবছরের ন্যায় চলতি ২০২২-২০২৩ অর্থবছরেও বাজার সমীক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে ০৬ টি গ্রুপ গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত ও অনুসন্ধান এবং বাজার সমীক্ষা কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য ১৮.০১.২০২৩ তারিখ বিকাল ৩ঃ৩০ মিনিটে কমিশনের সভাকক্ষে চেয়ারপার্সনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সকল সদস্য এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তদন্ত ও অনুসন্ধান কাজ উপলক্ষে যাদের নিকট তথ্য চাওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়। পেন্ডিং তদন্ত/ অনুসন্ধান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।