Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২৩

জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (এনএসডিপি)- ২০২২ বিষয়ে প্রতিযোগিতা কমিশনে ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজন


প্রকাশন তারিখ : 2023-03-29

২৯/০৩/২০২৩ তারিখ রোজ বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (এনএসডিপি)-২০২২ বিষয়ের ওপর অর্ধ দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষনে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সদস্য জনাব সালমা আখতার জাহান এবং সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী রিসোর্সপার্সন হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (এনএসডিপি)-২০২২ এর ওপর বিশদ বক্তব্য উপস্থাপন করেন । দক্ষতা উন্নয়ন নীতির অভীষ্ট জনগোষ্ঠী, রূপকল্প, উদ্দেশ্য, বাংলাদেশে দক্ষতা উন্নয়নের চিত্র এবং প্রধান অগ্রাধিকারসমূহ, নীতির মূল আর্দশসমূহ, ৪র্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল দক্ষতাসহ বিকাশমান প্রযুক্তির জন্য দক্ষতা উন্নয়ন,  দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের গুণমান নিশ্চিতকরণ, যোগ্যতা কাঠামো, দায়িত্ব ডোমেইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদেরকে আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এনএসডিপি বিষয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় আরো প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে চেয়ারপার্সন মহোদয় প্রশিক্ষণার্থীবৃন্দকে অবহিত করেন।