Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২২

তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে অনুসন্ধান দলের মেঘনা এডিবল অয়েল রিফাইনারী লিমিটেডে গমন


প্রকাশন তারিখ : 2022-04-05

ভোজ্য তেলের কারসাজি ঠেকাতে এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ ০৫ এপ্রিল ২০২২ খি: রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান দল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটস্থ মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডে তথ্য-উপাত্ত অনুসন্ধানের উদ্দেশ্যে গমন করে ।

 

অনুসন্ধানকালে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের উৎপাদন, আমদানি, সরবরাহ চেইন, বর্তমান স্থিতি এবং ডেলিভারি অর্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অনুসন্ধান দল । এ সময় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ তাদের দৈনিক উৎপাদন ২৪০০ মে.টন, মাসিক উৎপাদন ৭২০০০ মে.টন, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেলের মজুদের পরিমান যকাক্রমে ৬২০১ মে.টন ও ৮৬৯৩ মে.টন এবং পরিশোধিত ও অপরিশোধিত পাম অয়েলের মজুদ যথাক্রমে ৯৬৬৬ মে. টন ও ২৮৩৬৫ মে. টন রয়েছে বলে অনুসন্ধান দলকে অবহিত করেন ।

 

এছাড়াও সয়াবিন তেল বীজ ৩৫৭৩৭ মে. টন মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন । আজ সয়াবিন ও পাম অয়েলের সাপ্লাই অর্ডার (এস ও) যথাক্রমে ৭২৫.৪ মে.টন ও ৩১২.৪৮ মে.টন বলেও তথ্য প্রদান করেন ।