২৫ মার্চ ২০২৪ খ্রিঃ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক “বাজার সমীক্ষা পরিচালনা পদ্ধতি, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়ন” বিষয়ক কর্মশালা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন (রুটিন দায়িত্ব) জনাব সালমা আখতার জাহান ।
এ সময় কমিশনের বিজ্ঞ সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান এবং বিজ্ঞ সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় আলোচক বৃন্দ সমীক্ষা পরিচালনার মেথডোলজি, তথ্য সংগ্রহের পদ্ধতি , তথ্যের গোপনীয়তা ও মানসম্পন্ন প্রতিবেদন প্রস্তুত করার উপর গুরুত্বরোপ করেন ।
উক্ত কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কমিশনের পরিচালক জনাব কাজী গোলাম তৌসিফ ।