Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক চাল, আটা-ময়দা, ডিম, বয়লার মুরগী, টয়লেট্রিজ স্ব-প্রণোদিত মামলা


প্রকাশন তারিখ : 2022-09-22

বর্তমান দেশের বাজারে চাল, আটা-ময়দা, ডিম, বয়লার মুরগী, টয়লেট্রিজ ( সাবান, সুগন্ধী সাবান, গুঁড়া সাবান ইত্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকটের ফলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দূরীকরণে নিম্নে বর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক স্ব-প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে শুনানির জন্য ডাকা হয়েছে। উক্ত ব্যক্তি/ প্রতিষ্ঠান ছাড়াও আরও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্ব প্রণোদিত মামলার প্রক্রিয়াধীন রয়েছে যেগুলোর বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

ক্রমিক নং

মামলা নং

বিষয়

পণ্যের নাম

শুনানির তারিখ ও সময়

১।

১৩/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

জনাব মোঃ আব্দুর রশিদ, স্বত্বাধিকারী, রশিদ এগ্রো ফুড প্রডাক্ট লিমিটেড

চাল

২৭-০৯-২০২২

সকাল ১১:০০

২।

১৪/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

জনাব মোঃ বেলাল হোসেন, স্বাত্বাধিকারী, বেলকন গ্রুপ প্রাইভেট লিমিটেড, পার নওগাঁ, আলুপট্টি, নওগাঁ সদর, নওগাঁ।

চাল

২৭-০৯-২০২২

সকাল ১১:১৫

৩।

২৪/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ব্যবস্থাপনা পরিচালক, সিটি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ, সিটি হাউজ, প্লট নং- এন ডব্লিউ (জে) ০৬, রোড নং-৫১, গুলশান-২, ঢাকা-১২১২

চাল

(কর্পোরেট)

২৭-০৯-২০২২

সকাল ১১:৩০

৪।

২৫/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, ল্যান্ড ভিউ কমার্শিয়াল সেন্টার (১১ তলা), ২৮ গুলশান উত্তর সি/এ, গুলশান সার্কেল ২, ঢাকা ১২১২।

চাল

(কর্পোরেট)

২৭-০৯-২০২২

সকাল ১১:৪৫ 

৫।

৩৮/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ব্যবস্থাপনা পরিচালক, সিটি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ, সিটি হাউজ, প্লট নং- এন ডব্লিউ (জে) ০৬, রোড নং-৫১, গুলশান-২, ঢাকা-১২১২

আটা-ময়দা

২৭-০৯-২০২২

বেলা ১২:০০

৬।

৪২/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ম্যানেজিং ডিরেক্টর, প্যারাগন পোল্টি লিমিটেড,

প্যারাগন হাউজ (ফ্লোর-১০) ৫, মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

ডিম

২৭-০৯-২০২২

বেলা ১২:১৫

৭।

৪৩/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

জনাব মোঃ আমানত উল্লাহ, সভাপতি, ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতি, ২৭ স্টেশন রোড, তেজগাঁও, ঢাকা।

ডিম

২৭-০৯-২০২২

বেলা ১২:৩০

৮।

৪৯/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ম্যানেজিং ডিরেক্টর, প্যারাগন পোল্টি লিমিটেড,

প্যারাগন হাউজ (ফ্লোর-১০) ৫, মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

মুরগি

২৭-০৯-২০২২

বেলা ১২:৪৫

৯।

৫২/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

ব্যবস্থাপনা পরিচালক, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ১৮৭, শান্তা ফোরাম (১০ তলা), ১৮৮/ বি, বীর উত্তম মীর শাখাওয়াত সড়ক, ঢাকা-১২০৮।

টয়লেট্রিজ

(সাবান, সুগন্ধী সাবান, গুঁড়া সাবান, ইত্যাদি)

২৭-০৯-২০২২

বেলা ০১:০০ ঘটিকা

 

 

       

১০।

৪১/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

জনাব কাজী জাহেদুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর, কাজী ফার্মস গ্রুপ, আহমেদ কাজী টাওয়ার, হাউজ #৩৫, রোড#২, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

 

ডিম

২৬-০৯-২০২২

বেলা : ১২:০০

১১।

৪৫/২০২২

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (স্বপ্র)

বনাম

জনাব কাজী জাহেদুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর, কাজী ফার্মস গ্রুপ, আহমেদ কাজী টাওয়ার, হাউজ #৩৫, রোড#২, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

 

মুরগি

২৬-০৯-২০২২

বেলা : ১২:৩০