বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ২০১৫-২০১৮ সনের নিরীক্ষায় ৬০,৫৫,৪৬৩/- টাকার আপত্তি উত্থাপিত হয় । আপত্তির শিরোনাম “বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজেট ব্যতিত সম্পদ সংগ্রহ/ক্রয় কোড ৬৮০০ হতে অনিয়মিতভাবে প্রতিষ্ঠানের অফিস ভবনের মেরামত সাজসজ্জা খাতে ব্যয়ে অপচয় ৬০,৫৫,৪৬৩/- টাকা । উক্ত আপত্তির প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রডশিট জবাব বাণিজ্যিক অডিট অধিদপ্তরে প্রেরণ করা হয় । বাণিজ্যিক অডিট অধিদপ্তর ০৮.০৫.২০২৪ তারিখে ৮২.১০.০০০০.২০২.৮০.০১.১৯.২৪৭৮ নং পত্রমূলে আপত্তিটি নিষ্পত্তি করে ।