১২ অক্টোবর ২০২২ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত “ব্যবসা – বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা” শীর্ষক রাজশাহী বিভাগীয় সেমিনার বিভাগীয় কমিশনার, রাজশাহী এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । জনাব জি এস এম জাফরুল্লাহ, এন ডি সি বিভাগীয় কমিশনার, রাজশাহী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম । সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, জনাব মোঃ আবুল কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ । উক্ত সেমিনারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের গঠন, লক্ষ ও উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন ।