বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ০৩ জন সদস্যের বিদায় উপলক্ষ্যে ২৮/০২/২০২৩ তারিখ বেলা ২.০০ মিনিটে কমিশনের সভা কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিদায়ী কর্মকর্তাগণ হচ্ছেন জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মঞ্জুর কাদির এবং জনাব নাসরিন বেগম । অনুষ্ঠানে কমিশনের অপর সদস্য জনাব সালমা আখতার জাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য উপস্থাপন করেন । বক্তাগণ বিদায়ী কর্মকর্তাগণের শ্রম, প্রচেষ্টা ও উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন । বিদায়ী কর্মকর্তাগণ কমিশনের কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়ার জন্য নবীন কর্মকর্তাগণের প্রতি আহবান জানান ।