Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০২৩

আঙ্কটাড এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে ভার্চুয়াল সভা অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2023-02-27

আঙ্কটাড এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে গতকাল ২৭.০২.২০২৩ তারিখ বাংলাদেশ সময় বেলা ২:০০ টায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। আঙ্কটাড এর পক্ষে উক্ত সভায় Elizabeth Gachuiri, Economic Affairs Officer এবং Mr. Skyoon Sung Kim উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ০৪ জন সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগণ উক্ত সভায় যুক্ত ছিলেন। চেয়ারপার্সন আঙ্কটাডের প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গতবছর জেনেভাতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পক্ষ থেকে ৩১ দফা সুপারিশ সম্বলিত Voluntary Peer Review Report পেশ করা হয়। উক্ত সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে Voluntary Peer Review Report সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার বলে মতামত ব্যক্ত করা হয়। এ বিষয়ে গত ১৩/০২/২০২৩ তারিখে আঙ্কটাডের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকেও আলোচনা হয়। উক্ত আলোচনার ভিত্তিতে ইতোমধ্যে এ সংক্রান্ত বিষয়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর কারিগরি সহায়তা চেয়ে ১৬/০২/২০২৩ তারিখে পত্র প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য UNCTAD’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। UNCTAD এর পক্ষ থেকে আরো জানানো হয় যে, তাঁরা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের জন্য অনলাইনে ট্রেনিং সেশন আয়োজন করতে প্রস্তুত আছে এবং অন্যান্য দেশের প্রতিযোগিতা কমিশনের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও UNCTAD সহায়তা প্রদান করতে পারে। উক্ত বিষয়ে হোমওয়ার্ক করে UNCTAD কে শীঘ্রই অবহিত করা হবে বলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জানান।