বাজারে প্রতিযোগিতা সম্পর্কিত সার্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতিযোগিতা বিরোধী কোনো চুক্তি বা কর্মকাণ্ড বিষয়ে গবেষণা এবং অনুরূপ অন্যবিধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ১২ এপ্রিল ২০২৩ তারিখ বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল কর্তৃক দিনাজপুর জেলাধীন সদর উপজেলাস্থ বাহাদুর বাজার পরিদর্শন করা হয়। সেলের সদস্যগণ দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং এন এ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে বাজার পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন। বাজার মনিটরিং সেল এর সদস্যবৃন্দ বাজার সমিতির সাথে যুক্ত ব্যবসায়ী প্রতিনিধিগণকে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য যেকোনো প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডের তথ্য কমিশনকে অবহিত করার জন্য ব্যবসায়ীগণের সহযোগিতা কামনা করা হয় ও এতদসংক্রান্ত নির্ধারিত অভিযোগ দায়ের ফরম এবং কমিশনের অন্যান্য প্রচারপত্র সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিলি করা হয়। বিদ্যমান সমিতিসমূহের নাম, রেজিস্ট্রেশন নম্বর, সমিতির সাথে যোগাযোগের মাধ্যম ইত্যাদি তথ্য কমিশনকে সরবরাহ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। পরিদর্শনকালে প্রতিযোগিতা আইন,২০১২ এর কপি এবং অভিযোগ দায়েরের ফরম বিতরণ করা হয়।