আজ ০৪ এপ্রিল ২০২৩ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল সরেজমিন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল মার্কেট, নতুন কাঁচাবাজার পরিদর্শন করে। পরিদর্শনকালে উক্ত সেল ঐ বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে যায় এবং দোকানদার ও সেখানে অবস্থানকারী ক্রেতাগণের সাথে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সম্পর্কে আলোচনা করে। সে সময় উপস্থিত লোকজনদের মাঝে প্রতিযোগিতা আইন, ২০১২ এর কপি এবং এ আইনের আওতায় অভিযোগ দায়েরের নির্ধারিত ফরম বিতরণ করা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উক্ত উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী সমাজসহ উপস্থিত ভোক্তাগণ স্বাগত জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।