মুন্সীগঞ্জ জেলা আলু উৎপাদনের ক্ষেত্রে দেশের তৃতীয় বৃহত্তম জেলা। সাম্প্রতিক সময়ে আলুর বাজারে দাম নিয়ে অস্থিরতা দেখা দেওয়ায় মুন্সীগঞ্জ জেলায় এ সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ০২ জন কর্মকর্তার (জনাব মোঃ নাজমুল হোসেন, সহকারী পরিচালক ও জনাব মোঃ শেখ তানভীর জামান, সহকারী পরিচালক) সমন্বয়ে টিম গঠন করা হয়। উক্ত টিম গত ২৪/০৯/২০২৩ তারিখে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নিপ্পন আইস এ্যান্ড লিমিটেডসহ সদর উপজেলার বিভিন্ন খুচরা বাজার এবং জেলা প্রশাসনের ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করে। এসময় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার জনাব উজ্জ্বল কুমার হালদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুস সালাম এবং কৃষি বিপণন কর্মকর্তা এ.বি .এম. মিজানুল হক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে আলুর মজুদ, সরবরাহ ও বাজার পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।