অদ্য ২০/০৮/২০২৩ তারিখ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল ঢাকাস্থ শান্তিনগর বাজার পরিদর্শন করেন । পরিদর্শনকালে দেখা যায় বোতজাত খাবার পানির মূল্য বৃদ্ধি পেয়েছে । বাজারে বিদ্যমান কিনলে, অ্যাকোয়াফিনা, মাম, ফ্রেশ, পুষ্টি, জীবন ব্র্যান্ডসমূহের ৫০০ মি.লি পানির সর্বোচ্চ খুচরা মূল্য (এম. আর.পি) ২০ টাকা যার পূর্ব মূল্য ছিল ১৫ টাকা । এছাড়াও প্রতি ৫০০ মি.লি বোতলজাত খাবার পানির পাইকারি মূল্য ১১-১২ টাকা । অর্থাৎ খুচরা পর্যায়ে বোতল প্রতি প্রায় ৮-৯ টাকা বেশি, যা স্বাভাবিকের তুলনায় বেশি মর্মে বাজার মনিটরিং সেলের নিকট প্রতীয়মান হয়। শান্তিনগর বাজারে উল্লিখিত ব্র্যান্ডসমূহের বোতলজাত পানি ছাড়া অন্য ব্যান্ডের বোতলজাত পানি বাজার মনিটরিং সেলের নিকট দৃষ্টিগোচর হয়নি ।