আজ ০৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ (মঙ্গলবার) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত ‘‘পণ্য ও সেবার বাজার স্টাডির অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা’’ কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত সদস্য ড. এ এফ এম মনজুর কাদির । এছাড়া সভায় কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, জনাব নাসরিন বেগমসহ কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত সভায় পণ্য ও সেবার বাজার বিশ্লেষণের লক্ষ্যে গঠিত দলসমূহের পণ্য ও সেবা সম্পর্কিত বিশ্লেষণের অগ্রগতি, প্রতিবন্ধকতা ও এর সমাধান বিষয়ে আলোচনা করা হয় । পণ্য ও সেবার বাজারকে প্রতিযোগিতা পূর্ণ করার প্রয়াসকে সামনে রেখে বিজ্ঞ সদস্য মন্ডলী পণ্য ও সেবার বাজার স্টাডির কার্যক্রম বিষয়ে গঠিত দলসমূহকে বিভিন্ন কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন ।