জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।ভোর ৬.০০ টায় কমিশন কার্যালয়ে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯.০০ মিনিটে কমিশন কার্যালয়ে স্থাপিত মুজিব কর্ণারে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করা হয়। সকাল ১১.০০ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে চেয়ারপার্সনের নেতৃত্বে কমিশনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের সাথে চেয়ারপার্সন মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।