Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২২

তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে অনুসন্ধান দলের বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে গমন


প্রকাশন তারিখ : 2022-04-07

ভোজ্য তেলের কারসাজি নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান দল আজ ০৭ এপ্রিল ২০২২ খ্রি: রোজ বৃহস্পতিবার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন উত্তর রূপসীস্থ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে এর গুদাম/শোধনাগারে তথ্য অনুসন্ধানের উদ্দশ্যে গমন করে।

অনুসন্ধানকালে ভোজ্য তেলের উৎপাদন, আমদানি, সাপ্লাইচেইন, স্থিতি, এসও ডেলিভারি সিস্টেম সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অনুসন্ধান দল। এসময় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড কর্তৃপক্ষ অনুসন্ধান দলকে অবহিত করেন যে, পরিশোধিত বোতলজাত সয়াবিন, পাম ও রাইস ব্র্যান অয়েলের মজুদের পরিমান রয়েছে যথাক্রমে ৪২৪.১৯৭ মে.টন, ২৪৬.৪১৭ মে.টন ও ৫৫.৫৭ মে.টন । আরো জানান যে, পরিশোধিত সয়াবনি, পাম রাইস ব্র্যান অয়েলের মজুদ রয়েছে যথাক্রমে ১২২১ মে.টন, ২৮৪ মে.টন ও ২৩৫ মে.টন এবং সুপার অলিন মজুদ রয়েছে ২১৪ মে. টন । অপরিশোধিত সয়াবিন অয়েল ১৮৫৩ মে.টন মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন ।

এছাড়াও কর্তৃপক্ষ জানান যে, প্রতিষ্ঠানটি দৈনিক ৪০০ টন (বোতলজাত), পরিশোধিত দৈনিক ৬০০ টন (বোতলজাতহীন) অয়েল উৎপাদন করতে সক্ষম এবং তাদের মাসিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৬ হাজার টন । রুপগঞ্জ থানা পুলিশ এ সময় অনুসন্ধান দলকে সহায়তা প্রদান করে।