Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০২২

“The Fundamentals & Principles of Competition Law ” বিষয়ক কর্মশালা


প্রকাশন তারিখ : 2022-01-09

আজ ০৯ জানুয়ারী ২০২২ খ্রি: রোজ-রবিবার “The Fundamentals & Principles of Competition Law ” বিষয়ক কর্মশালা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মো: মফিজুল ইসলাম । এছাড়াও কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম সহ কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় কমিশনের প্রাক্তন পরিচালক জনাব মোঃ খালেদ আবু নাছের উপস্থিত ছিলেন ।

উক্ত কর্মশালায় “The Fundamentals & Principles of Competition Law ” বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন অতিথি পরামর্শক তাসনুভা শেলী ।