প্রতিযোগিতা আইন,২০১২ এর ৩৯ নং ধারা মোতাবেক গত ০৯/০৫/২০২৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতির নিকট বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় । বার্ষিক প্রতিবেদন পেশকালে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু , সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ, কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী , সদস্য জনাব সালমা আখতার জাহান, সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান এবং সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন । বার্ষিক প্রতিবেদন পেশকালে মাননীয় প্রতিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে কমিশনের কার্যাবলি সম্পর্কে অবহিত করেন । মহামান্য রাষ্ট্রপতি প্রতিযোগিতা আইন,২০১২ বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন ।