বাংলাদেশ কম্পিটিশন কমিশন (বিসিসি) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর মধ্যে ০৯/০৭/২০২৪ তারিখ বেলা ১১.০০ মিনিটে বিসিসি’র সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিসিসি’র চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী । বিসিসি’র সম্মানিত সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন । এডিবির টিমে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদী বোবোয়েভ, পাবলিক ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এবেং জনাব মেহফুজ বাসার মোল্লা, কম্পিটিশন এক্সপার্ট
উক্ত মতবিনিময় সভায় বিসিসি’র সংস্কার কার্যক্রম, আঙ্কটাড কর্তৃক ২০২২ সালে সম্পাদিত প্রতিযোগিতা আইন,২০১২ এর Peer Review Recommendation এবং তার ওপর ঢাকায় ৬ ও ৭ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত Dissemination workshop, এডিবির টেকনিক্যাল এ্যাসিসট্যান্সের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় ।