Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০২৩

চেয়ারপার্সন

       প্রদীপ রঞ্জন চক্রবর্তী
       চেয়ারপার্সন

       বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

 
 

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ২০ ডিসেম্বর ১৯৮৯ তারিখে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে চাকরি জীবন শুরু করেন। 

তিনি বাংলাদেশ সরকারের একজন সচিব হিসেবে গত ২৮ মে ২০২০ হতে ৩১ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সচিব হিসেবে গত ০১ সেপ্টেম্বর ২০২০ থেকে ২৭ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত  কর্মরত ছিলেন। পরবর্তীতে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে ২৮ অক্টোবর ২০২১ থেকে ২৫ জুলাই ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন শেষে ২৬ জুলাই ২০২২ তারিখে পিআরএল গমন করেন। চাকরিজীবনে তিনি পরিসংখ্যান বিভাগ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সুরক্ষা সেবা বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি সংস্কার কমিশনার, জেলা নির্বাচন অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত সচিব হিসেবে সুরক্ষা সেবা বিভাগে দায়িত্ব পালনকালে তিনি ২০১৮-২০১৯ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান) পরীক্ষায় ১ম শ্রেণিতে ৩য় স্থান এবং একই বিভাগ থেকে এমএসসি পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন।

 চাকরিতে যোগদানের পর তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণে অংশগ্রহণ করে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেন এবং Best Trainee হিসেবে ডিজির এ্যাওয়ার্ড লাভ করেন।

 বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে সচিব পদমর্যাদায় চেয়ারপার্সন পদে ০৮ নভেম্বর ২০২২ তারিখ হতে কর্মরত আছেন। 

পারিবারিক জীবনে তার স্ত্রী, ০২ পুত্র ও ০১ কন্যা রয়েছে। তিনি নেত্রকোনা জেলা শহরের শহিদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর কনিষ্ঠ সন্তান।