পদসমূহের দায়িত্ব
দায়িত্বাবলি/কার্যাবলিঃ
চেয়ারপার্সনঃ
কমিশনের মুখ্য নির্বাহী হিসেবে প্রশাসনিক, আর্থিক ও প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সনের ২৩ নং আইন) এ বর্ণিত দায়িত্ব পালন।
সদস্যঃ
সংশ্লিষ্ট পরিচালকের কার্যক্রম তদারক ও প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সনের ২৩ নং আইন) এ বর্ণিত দায়িত্বপালন।
পদের নামঃ সচিব
(১) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গ্রহণ ;
(২) কেন্দ্রীয়ভাবে সকল চিঠিপত্র/দলিলাদি গ্রহণ, বিতরণ এবং রেকর্ড সংরক্ষণ ;
(৩) কমিশনের পক্ষে চিঠিপত্র স্বাক্ষর করা এবং লাইসেন্স ও বিভিন্ন চুক্তি স্বাক্ষর করা ;
(৪) সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন ;
(৫) কমিশনের পক্ষে কোর্টকেইস ও মামলা সংক্রান্ত কার্যক্রম সম্পাদন ;
(৬) প্রটোকল সংক্রান্ত সকল কাজ সম্পাদন;
(৭) কমিশনের সভা, শুনানী, গণ-শুনানী, ইত্যাদি অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ ;
(৮) কমিশন সভায় আলোচিত বিষয়সমূহ এবং গৃহীত সিদ্ধান্তবলি রেকর্ড করা ;
(৯) কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উদ্ধৃতি/দপ্তর আদেশ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ এবং এর প্রয়োজনীয় বাস্তবায়ন ও (পরবর্তী) সভায় কমিশনকে অবহিত করা ;
(১০) প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ, পদোন্নতি, প্রেষণ ও শৃঙ্খলাসংক্রান্ত যথাযথ ব্যবস্থা নেয়া ;
(১১) কমিশনের কর্মকর্তা/কর্মচারীর ব্যক্তিগত নথি সংরক্ষণ ;
(১২) কর্মকর্তা/কর্মচারীর সকল প্রকার ছুটি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ;
(১৩) কর্মকর্তা/কর্মচারীগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ ও হালনাগাদকরণ ;
(১৪) কমিশনের যাবতীয় মালামাল/সম্পত্তি সংগ্রহ, সংরক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণ ;
(১৫) যানবাহন ব্যবস্থাপনা ;
(১৬) কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ;
(১৭) সকল প্রকার বিজ্ঞাপন প্রচার ;
(১৮) সাংগঠনিক কাঠামো (TO&E) প্রণয়ন;
(১৯) নিয়োগ বিধিমালা প্রণয়ন ও হালনাগদকরণ ;
(২০) বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ;
(২১) মধ্যমেয়াদী বাজেট পরিকল্পনা ;
(২২) গ্রন্থাগার ব্যবস্থাপনা ;
(২৩) হিসাব রক্ষণ এবং বার্ষিক হিসাব বিবরণী প্রণয়ন ;
(২৪) জাতীয় সংসদের প্রশ্নের উত্তর প্রদান ;
(২৫) কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষণ ;
(২৬) কমিশনের পাওনা আদায়ের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ ;
(২৭) প্রতিযোগিতা কমিশনের তহবিল পরিচালনা ;
(২৮) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ চেয়ারপার্সন/সদস্য
সিস্টেম এ্যানালিস্ট
১। কমিশনের আইটি সিস্টেম স্থাপন ;
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার সিস্টেম পরিচালনা করা ;
৩। অফিসের চাহিদা অনুযায়ী আইটি ও ইলেক্ট্রনিক ডেটা অপারেশন পরিকল্পনা, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করা ;
৪। ডাটা, ব্যাকআপ সিস্টেম ও তথ্যের নিরাপত্তা বিধান ;
৫। তথ্য প্রযুক্তি সংক্রান্ত যত্রপাতি সংরক্ষণ ও নিরাপত্তা বিধান ;
৬। সময়ে সময়ে চাহিদা অনুযায়ী সিস্টেম ডিজাইন, উন্নয়ন ও সংরক্ষণ ;
৭। তথ্য প্রযু্ক্তি খাতে পরিবর্তন/উন্নয়ন এর সাথে খাপ খাইয়ে আইটি সিস্টেম হালনাগাদ করা ;
৮। কমিশনের চাহিদা মোতাবেক হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্নয়ন করা ;
৯। তথ্য প্রযুক্তি সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা ;
১০। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক কার্যসম্পাদন উপযোগী আইটি সম্পর্কিত প্রশিক্ষণ ;
১১। আইটি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বিনির্দেশ/স্পেসিফিকেশন প্রণয়ন ও প্রাক্কলন তৈরি ;
১২। ইন্টারএ্যাকটিভ ডাটাবেজ প্রণয়ন ও সংরক্ষণ ;
১৩। কর্মী ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও হালনাগাদ উপযোগী সফটওয়্যার প্রণয়ন ;
১৪। লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার নিশ্চিতকরণ ;
১৫। আইটি খাতে বার্ষিক ও মধ্য মেয়াদী বাজেট প্রণয়ন ;
১৬। কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ সচিব
হিসাব রক্ষণ কর্মকর্তা
১। কমিশনের জন্য বাজেট প্রণয়ন/প্রস্তুত ;
২। একাউন্টস, বার্ষিক হিসাব ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সম্পাদন ;
৩। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণ, বেতন বিল প্রস্তুত এবং বেতন বিল সংক্রান্ত হিসাব সংরক্ষণ ;
৪। স্ট্যাম্প সংগ্রহ, বিতরণ এবং সংরক্ষণ ;
৫। অডিট আপত্তি নিষ্পত্তি এবং নিরীক্ষা কালীন সময়ে নিরীক্ষা বিষয়ে সহযোগিতা প্রদান করা ;
৬। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে হিসাব সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন ;
৭। কমিশনের একাউন্টস রক্ষণাবেক্ষণ ;
৮। লেজার বই রেজিস্টার রশিদ এবং অগ্রিম নিবন্ধন সংরক্ষণ ;
৯। অর্থ/বিল পরিশোধ ;
১০। কমিশনের জিপিএফ/সিপিএফ, ক্যল্যাণ তহবিল এবং বিমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা ;
১১। বাড়ি ভাড়া টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস বিল পরিশোধের বিষয়ে কার্যক্রম পরিচালনা ;
১২। যথাযথ খাতে বরাদ্দকৃত অর্থের বিধি মোতাবেক ব্যবহার নিশ্চিত করণ ;
১৩। বেতন ও ভাতাদি হতে বিভিন্ন কর্তন যথাযথ খাতে জমা নিশ্চিতকরণ;
১৪। কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন ।
তদারককারী কর্মকর্তাঃ সচিব
লাইব্রেরিয়ান
(১) গ্রন্থাগার ব্যবস্থাপনা ;
(২) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ উপ-পরিচালক (মানব সম্পদ উন্নয়ন)
বিভাগ
১। পরিচালক (ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও গবেষণা)
(১) দেশে উৎপাদিত, আমদানিকৃত ও রপ্তানি পণ্য সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়ন ;
(২) সেবাখাতসমূহের {পরিবহণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), নির্মাণ, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন, হোটেল/রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, জনশক্তি, রপ্তানি, হজ্জ্ব সার্ভিস, পর্যটন, ইত্যাদি} বিষয়ে গবেষণা পরিচালনা ;
(৩) পণ্যভিত্তিক ষড়যন্ত্রমূলক যোগসাজস (Collusion), মনোপলি (Monopoly), ওলিগপলি (Oligopoly), কার্টেল (Cartel) ও জোটবদ্ধতা (Combination) বিষয়ে পর্যালোচনা/বিশ্লেষণ ;
(৪) অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ ;
(৫) দেশী-বিদেশী বিনিয়োগ পর্যালোচনা ;
(৬) পণ্য ভিত্তিক বাজার পর্যালোচনা ;
(৭) কর্তৃত্বময় (Dominant) অবস্থান পর্যালোচনা ;
(৮) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বাজার অর্থনীতির গতি প্রকৃতি পর্যালোচনা ;
(৯) বিভিন্ন প্রকার অর্থনৈতিক মডেল তৈরি/প্রণয়ন ;
(১০) প্রতিযোগিতা বিরোধী কোন চুক্তি বা কর্মকান্ড বিষয়ে গবেষণা।
(১১) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ সদস্য
২। পরিচালক (এ্যাডভোকেসি, পলিসি ও আন্তর্জাতিক সম্পর্ক)
(১) প্রতিযোগিতা আইন, ২০১২ এর সুষ্ঠু বাস্তবায়নে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা;
(২) প্রতিযোগিতা আইন, ২০১২ সম্পর্কে ব্যবসায়ীসহ জনগণকে সচেতনতা করার লক্ষ্যে বহুমুখি প্রচার কর্যক্রম গ্রহণ;
(৩) প্রতিযোগিতাকে উৎসাহিত করা ও বজায় রাখার লক্ষ্যে সভা/সেমিনার, কর্মশালা, অবহিতকরণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ;
(৪) ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিতকরণ ;
(৫) ভোক্তাকে পণ্য বা সেবার বিষয়ে পূর্বের কারিগরি বা বৈজ্ঞানিক ধারণার উন্নয়নকে সীমিত বা বাধাগ্রস্থ করার বিষয়ে পর্যবেক্ষণ;
(৬) সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং অনুরূপ অন্যবিধ ব্যবস্থার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশ ও প্রচার ;
(৭) সমাজের বিভিন্ন শ্রেণির লোকজনের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কিত সার্বিক বিষয়ে প্রচার এবং প্রকাশনার মাধ্যমে ও অন্যান্য উপায়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা;
(৮) বুলেটিন/জার্নাল প্রকাশ;
(৯) বিশ্বের সর্বোত্তম পদ্ধতি অনুসরণপূর্বক কমিশনের জন্য এ্যাডভোকেসি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
(১০) আন্তর্জাতিক এ্যাডভোকেসি গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশনকে সহায়তা প্রদান ;
(১১) সরকারের আমদানী/রপ্তানী নীতি, শিল্পনীতিসহ ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতি প্রণয়ণের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে অন্তর্ভুক্তির জন্য সরকারকে সহায়তা প্রদান ;
(১২) ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালাসমূহের প্রতিযোগিতা বিরোধী কোন ধারা/উপধারা আছে কিনা তা পর্যালোচনা ;
(১৩) আন্তর্জাতিকভাবে সর্ব্বোত্তম অনুশীলন এর আলোকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রণীত নীতিমালা সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে মতামত প্রদান ;
(১৪) প্রতিযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ ;
(১৫) প্রতিযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং বিভিন্ন দেশের প্রতিযোগিতা কমিশনের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও সম্পাদন ;
(১৬) বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অভিমত উপস্থাপনের লক্ষ্যে কান্ট্রি পেপার প্রস্তুতকরণ ;
(১৭) বিশ্বের সর্বোত্তম অনুশীলনের আলোকে কমিশনের জন্য নীতিমালা প্রণয়ন ;
(১৮) আন্তর্জাতিক পর্যায়ের সভা/সেমিনার/কর্মশালা আয়োজন ;
(১৯) আন্তর্জাতিক পর্যায়ের সভা/সেমিনার/কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রতিনিধি/কর্মকর্তা মনোনয়ন ;
(২০) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ সদস্য
৩। পরিচালক (অনুসন্ধান ও তদন্ত)
(১) অভিযোগ তদন্ত/অনুসন্ধান করার লক্ষ্যে বিধিমালা/নীতিমালা প্রণয়ন ;
(২) পণ্য বা সেবার কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্যে (Predatory price) বিক্রয়ের বিষয়ে ব্যবস্থা গ্রহণ ;
(৩) ষড়যন্ত্রমূলক যোগসাজস (Collusion), মনোপলি (Monopoly), ওলিগপলি (Oligopoly), কার্টেল (Cartel) ও জোটবদ্ধতা (Combination) বিষয়ে তদন্ত ;
(৪) লেনিয়েন্সি (Leniency) ;
(৫) প্রাপ্ত অভিযোগের তদন্ত/অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল ;
(৬) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে কোন চুক্তি ও দরপত্র জালিয়াতি বিষয়ে তদন্ত ;
(৭) মেধাস্বত্ত (Intellectul property) লঙ্ঘনের বিষয়ে তদন্ত ;
(৮) প্রতিযোগিতা আইনে উল্লিখিত অপরাধের তদন্ত পরিচালনা এবং উহার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা;
(৯) স্বপ্রণোদিত ও প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তিকল্পে কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ;
(১০) জোটবদ্ধতা এবং জোটবদ্ধতা সংশ্লিষ্ট বিষয়াদি, জোটবদ্ধতার জন্য তদন্ত সম্পাদন ;
(১১) মামলায় প্রসিকিউশনের দায়িত্ব পালন ;
(১২) মামলার রেকর্ড সংরক্ষণ ;
(১৩) ইন্টেলিজেন্স সার্ভিস ;
(১৪) জোটবদ্ধতা (Combination) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি কমিশনে উপস্থাপন ;
(১৫) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ সদস্য
৪। পরিচালক (আইন ও বাস্তবায়ন)
(১) কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রকার বিধিমালা, প্রবিধানমালা প্রণয়ন ও হালনাগাদকরণ;
(২) আইনগত বিষয়ে মতামত প্রদান ;
(৩) আইন উপদেষ্টা নিয়োগ ;
(৪) বিনিয়োগকারীর বাজারে প্রবেশ (Entry) ও বের হওয়া (Exit) সংক্রান্ত বাধা দূর করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ ;
(৫) প্রতিযোগিতা বিরোধী চুক্তি পর্যালোচনা ;
(৬) বহির্বাজারে ষড়যন্ত্রমূলক জোগসাজস বা কার্টেল এর ফলে দেশে এর প্রভাব পর্যালোচনা/পর্যবেক্ষণ ;
(৭) সরকারের/কমিশনের পক্ষে মামলা পরিচালনা, জবাব দাখিল, মামলার হালনাগাদ তথ্য সংরক্ষণ ;
(৮) যে কোন মামলা সংক্রান্ত রায়ের পর নথি সংরক্ষণ ;
(৯) প্রতিযোগিতা বিরোধী চুক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ ;
(১০) সার্টিফাইড কপি ইস্যু ;
(১১) ফিস, চার্জ বা অন্য কোন খরচ করা ;
(১২) ফৌজদারি আদালতে মামলা দায়ের ও কার্যক্রম অনুসরণ ;
(১৩) কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তদারককারী কর্মকর্তাঃ সদস্য